মঙ্গলবার ০৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

ভিডিও | এসএনইউ-তে শুরু হচ্ছে পৌষমেলা

Reporter: KAUSHIK DAS | লেখক: HEMRAJ ALI ১২ জানুয়ারী ২০২৪ ২১ : ৩০


সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত পৌষমেলা। ঐতিহ্য, শিল্প এবং সৃজনশীলতার মিশ্রণে অনুষ্ঠিত হবে পৌষমেলা। থাকছে বাউল গান, চোখ ধাঁধানো ছৌ নাচ। আর তার সঙ্গে সুস্বাদু পিঠে পুলির সম্ভার। ১৩ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। ১৩ জানুয়ারি শনিবার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পদ্মশ্রী পূর্ণ দাস বাউল, বিভাস চক্রবর্তী, অধ্যাপক বরুণ কুমার চক্রবর্তী, অমিতা দত্ত, রাজেশ পান্ডে, স্বামী জনলোকানন্দ মহারাজ। পৌষ মেলার মূল লক্ষ্য সাংস্কৃতিক বৈচিত্র্য, ঐতিহ্যকে একত্রিত করে তোলা। এই মেলার মাধ্যমে সাংস্কৃতিক ভাবে আরও শক্ত হয়ে উঠবে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি এমনটাই মত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। তিন দিন ব্যাপী এই উৎসবে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, হস্তশিল্পের প্রদর্শনী। থাকবে বাংলার ঐতিহ্যশালী নানা খাবারের স্টল। আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক ওয়ার্কশপের। নাচ, গান, শিল্পের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে ভাব বিনিময় করতেই এই আয়োজন। ছাত্র এবং অধ্যাপকদের পাশাপশি পৌষমেলায় অংশ নিতে বিশ্ববিদ্যলয়ের তরফে আমন্ত্রণ জানানো হয়েছে সাধারণ মানুষকেও।




নানান খবর

সোশ্যাল মিডিয়া